ফাইভজি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র প্রকাশ করলো জেডটিই

৩ এপ্রিল, ২০২১ ১৫:২৬  

মোবাইল ইন্টারনেটের বাণিজ্যিক ও গ্রাহকভিত্তিক প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ সেবা প্রদানকারী জেডটিই করপোরেশন ফাইভজি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র প্রকাশ করেছে।

জেডটিই জানিয়েছে, এই শ্বেতপত্রে রয়েছে জেডটিইর ফাইভজি ম্যাসেজিং সলিউশনের ব্যাখ্যা।

ম্যাসেজিং সেবাটি হলো অপারেশনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের সেবা। নতুন প্রযুক্তির বিকাশ, মান উন্নয়ন ও ফাইভজি নেটওয়ার্কের টার্মিনাল উন্নয়নের মাধ্যমে ফাইভজি ম্যাসেজিংকে তিনটি ক্যাটাগরির ম্যাসেজিং সেবায় ভাগ করা হয়েছে।

উল্লেখ্য, জেডটিই গত বছরের ৩ এপ্রিল, হাংজু চীনে, তাদের প্লাটফর্ম থেকে বিশ্বের প্রথম ফাইভজি ম্যাসেজ প্রদান করে।